সাধারন পরিচিতিঃউপজেলা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ দপ্তরের নাম উপজেলা শিক্ষা অফিস। জলঢাকা উপজেলা পরিষদ ক্যাম্পাসের মূল গেইটের সর্ব উত্তরে সীমানা প্রাচীর ঘেষে উপজেলা শিক্ষা অফিসের অবস্থান। উপজেলা শিক্ষা অফিস সংলগ্ন অন্যান্য অফিসের মধ্যে পশ্চিম পার্শ্বে উপজেলা সেটেলম্যান্ট অফিস ও উপজেলা যুব উন্নয়ন অফিস, পূর্ব পাশে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, দক্ষিণে সুপরিসর প্রাঙ্গন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়।
জলঢাকা উপজেলাধীন ০৬ ক্যাটাগরীর প্রাথমিক বিদ্যালয় পরিচালনার প্রশাসনিক কার্যালয় এটি। অত্র অফিসের আওতাধীন বিদ্যালয়সমূহ হচ্ছে সরকারী প্রাথমিক বিদ্যালয়, রেজি প্রাথমিক বিদ্যালয়, অস্থায়ী রেজি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় চালুর অনুমতিপ্রাপ্ত বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা। ঝরে পড়া শিশুদেরকে প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ দানে জলঢাকা উপজেলায় ২০১০ সাল থেকে চালু রয়েছে আনন্দ স্কুল। এসব আনন্দ স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ৯২৮০ জন। উপজেলা শিক্ষা অফিস, জলঢাকার আওতাধীনে প্রাথমিক বিদ্যালয়ের পরিসংখ্যান নিম্নরুপঃ- সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৮৫টি, রেজি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১১৮টি, অস্থায়ী রেজি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ২টি, চালুর অনুমতি প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ২৮টি।
উপজেলা শিক্ষা অফিসের দপ্তর প্রধান হচ্ছেন উপজেলা শিক্ষা অফিসার। ১৯৯৭ সাল থেকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সরাসরি উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ প্রাপ্ত হয়ে থাকেন উপজেলা শিক্ষা অফিসারগণ। এটি একটি নন ক্যাডার প্রথম শ্রেণীর গেজেটেড পদ। ইদানিং উক্তপদের সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ ও পদোন্নতিতে নিয়োগ পেয়ে থাকেন। উপজেলা শিক্ষা অফিস জলঢাকাতে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের পদ ৮টি পদের মধ্যে বর্তমানে কর্মরত আছেন ৫ জন। সহকারী উপজেলা শিক্ষা অফিসার উল্লেখিত কর্মকর্তাগণ ২য় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত।
জলঢাকা উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় ৫টি ক্লাস্টারে বিভাজন করে। তবে এ উপজেলায় পুর্নগঠিত ক্লাস্টারের সংখ্যা ৮টি। সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ ক্লাস্টার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে থাকেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস